চন্দ্রগঞ্জ থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম এর একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে
আত্মপ্রকাশ হতে যাচ্ছে চন্দ্রগঞ্জ থানার আওতাধীন সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমম্বয়ে “চন্দ্রগঞ্জ থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম” লক্ষ্মীপুর। এটি একটি সামাজিক উন্নয়ন মূলক ও অরাজনৈতিক সংগঠন।
## “চন্দ্রগঞ্জ থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম” লক্ষ্মীপুর। মূল উদ্দেশ্যঃ সামাজিক উন্নয়ন মূলক কাজ করার লক্ষ্যে নিঃস্বার্থ কাজ করবে। যেকোনো ইতিবাচক, সৃষ্টিশীল, মানবিক সামাজিক কাজের পাশাপাশি অন্যায়, শোষণ, নিপীড়ন, সামাজিক অনাচার ও সমস্যা সমাধানে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা নিয়ে ভুক্তভোগীর পাশে থাকবে
চন্দ্রগঞ্জ থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম
আহ্বায়ক, মিজানুর রহিম সোহাগ,,, যুগ্ম আহ্বায়ক,, আরিফুর রহমান,, জাকির হোসেন রাপেদ,, কাউছার হামিদ,,শওকত পাটোয়ারি,,, রুবেল হাওলাদার,,, তামজিদ হাচান শিহাব,,, নাঈম হোসেন রকি,,,,,, নিশাদ রাব্বি,,, ইমরান হোসেন,,,,, পলাশ,,,, কাজী নোমান,,, সদস্যরা হলো চন্দ্রগন্জ থানা যত সামাজিক সংগঠন তাদের মধ্যে যারা ফোরামের সাথে কাজ করবে তাদের কে সদস্য বলে যানা গেছে,,